বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুল, নবারুণ শিক্ষা পরিবারের একটি অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান। শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং শিক্ষার্থীকে দক্ষ ও যুগোপযুগি করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে এর পথ চলা। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের আবেগ জড়িত। নবারুণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রকৌশলী মোঃ মনোয়ারুল হাসান বিপ্লব ও তাঁর সহধর্মীনি ডা. নাহিদ রোকসানা লোপার শিক্ষাকেন্দ্রীক কীর্তিময় জীবনের আলোকপাত ঘটানো আমাদের মূল লক্ষ্য।
শিক্ষা মানুষের মন-মননের শুদ্ধতা আনে, পরিপূর্ণ মানুষ হিসেবে আত্ম প্রকাশে সহযোগিতা করে আর এই প্রত্যয়কে ধারণ করেই শিক্ষার আলোক বর্তিকা নিয়ে এগিয়ে যাবে বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুল এই প্রত্যাশা করি।